হাই রেঞ্জ রাউটার মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
হাই রেঞ্জ রাউটার বর্তমান সময়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে এবং শহর অঞ্চলের প্রতিটি বাড়ি, অফিস-আদালতে বিভিন্ন প্রকার ওয়াইফাই সংযোগ দেখতে পাওয়া যায়। বর্তমান সময়ের প্রেক্ষাপটে সকলে পরিবর্তন হয়ে "মেগাবাইট" ব্যবহার না করে সকলে বাসা-বাড়িতে অফিস-আদালতে ওয়াইফাই ব্যবহার করছে।
প্রিয় পাঠকবৃন্দ আপনাদের মধ্যে যাদের এই বিষয়ে খুব একটা ধারণা নেই তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। মোবাইল দিয়ে রাউটার পাসওয়ার্ড পরিবর্তন করার পাশাপাশি আরো যে সকল বিষয় এ আর্টিকেলটির মধ্যে রয়েছে।
সেগুলো হলো টিপি লিংক রাউটার কি কি কাজে ব্যবহার হয়ে থাকে, ওয়াইফাই রাউটার কে আবিষ্কার করেছেন এবং ওয়াইফাই এর পূর্ণরূপ, টিপি লিংক রাউটার পাসওয়ার্ড পরিবর্তন ইত্যাদি নানা বিষয় সম্পর্কে। অতএব হাই রেঞ্জ রাউটার এবং ওয়াই ফাই পাসওয়ার্ড শো সম্পর্কে সঠিক তথ্য জানতে হলে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ুন।
সূচিপত্রঃ হাই রেঞ্জ রাউটার - মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
- রাউটার শব্দের অর্থ কি
- টিপি লিংক রাউটার কি কি কাজে ব্যবহার হয়
- রাউটার কত সালে আবিষ্কার হয় এবং সর্ব প্রথম রাউটারের নাম
- Wifi রাউটার কে আবিষ্কার করেন এবং WiFi এর পূর্ণরূপ
- হাই রেঞ্জ রাউটার
- মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
- ওয়াইফাই পাসওয়ার্ড শো
- টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
- ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার অ্যাপস
- লেখকের মন্তব্য
রাউটার শব্দের অর্থ কি
বর্তমান সময়ে প্রত্যেকটি বাসা বাড়িতে এবং অফিস আদালতে রাউটার ব্যবহার হওয়ার ফলেও অনেকেই রাউটার শব্দের অর্থ কি এটি জানেনা। তাই আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা রাউটারের শব্দের অর্থ কি এই সম্পর্কে জানিয়েছি। কারণ অনেক সময় দৈনন্দিন জীবনে আমরা যে সকল জিনিস ব্যবহার করে থাকি এই সম্পর্কে সকল সঠিক তথ্য আমাদের জানা উচিত।
সাধারণত রাউটার একটি নেটওয়ার্কিং ডিভাইস। যা সাধারণত বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা প্যাকে কোন পথে তার গন্তব্যে যাবে তা নির্ধারণ করে থাকে। এই ডাটা প্যাকেজ হলো ডেটার ব্লক বা ডেটার সমষ্টি সমূহ। সাধারণত রাউটার ডাটা প্যাকেজগুলোকে তার গন্তব্য স্থানে পৌঁছে দেয়ার ক্ষেত্রে সবচেয়ে কম দূরত্বের পথ অতিক্রম করে থাকে বা ব্যবহার করে থাকে।
রাউটার শব্দের বাংলা অর্থ হল বিভিন্ন জায়গায় ডাটা প্যাকেজ কোন পথে যাবে তা নির্ধারণ করা।
টিপি লিংক রাউটার কি কি কাজে ব্যবহার হয়
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা টিপি লিংক রাউটার কি কি কাজে ব্যবহার হয়ে থাকে এ সম্পর্কে অজানা। তাই চলুন আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা এ সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে নেই।
টিপি লিংক রাউটার হল টেকনোলজিস কোম্পানির লিমিটেডের একটি পণ্য। টিপি লিংক এর সম্পূর্ণ অর্থ হলো ( টুইস্টেড পেয়ার লিংক )। এই কোম্পানিটি নেটওয়ারকিং পণ্য নির্মাণ প্রতিষ্ঠান নামে পরিচিত। এই কোম্পানিটি ১৯৯৬ সালে চীনের শেনঝেন শহরে প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানির পণ্যের মধ্যে রয়েছে রাউটার, সুইচ, ওয়্যারলেস সরঞ্জাম সহ আরো বিভিন্ন ধরনের পণ্য।
এই টিপি লিংক রাউটার সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে বাসা-বাড়ি এবং অফিস-আদালতে। কারণ এই রাউটারের কাজ হল বিভিন্ন জায়গায় ডাটা প্যাকেজ কোন পথে যাবে তার নির্ধারণ করা। এ কারণেই একটি বাসা বাড়িতে বেশি ব্যবহার হয়ে থাকে তবে কোন কোন ক্ষেত্রে এই রাউটার বিভিন্ন দোকানপাটে এবং বর্তমান সময়ে বাজারে সকলের মাঝে নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার হয়ে থাকে।
রাউটার কত সালে আবিষ্কার হয় এবং সর্ব প্রথম রাউটারের নাম
আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা রাউটার কত সালে আবিষ্কার হয় এবং সর্বপ্রথম রাউটারের নাম কি এই সম্পর্কে বিস্তারিত জানতে চাই। তাই আজকের আর্টিকেলটির মাধ্যমে আমরা রাউটার কত সালে আবিষ্কার হয় এবং সর্বপ্রথম রাউটারের নাম কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তাহলে আসুন সেটি মনোযোগ সহকারে পরি।
রাউটার সর্বপ্রথম আবিষ্কার হয় ১৯৭৫ থেকে ১৯৭৬ সালের মধ্যে DERPA এর উদ্যোগের অংশ হিসেবে। এই রাউটারের নাম হলো "আইপি রাউটার" এটি সাধারণত বিবিএন-এ জিমি ট্রাভার্স দ্বারা তৈরি করা হয়। তবে ১৯৭৬ সালের শেষের দিকে তিনটি PDP-11 এর উপর ভিত্তি করে রাউটার পরীক্ষামূলক প্রটো টাইপ পরিষেবাতে দেয়া হয়েছিল কারণ, সেগুলো সঠিকভাবে কাজ করছে কিনা এ সম্পর্কে তথ্য পেতে।
Wifi রাউটার কে আবিষ্কার করেন এবং WiFi এর পূর্ণরূপ
সম্মানিত পাঠকবৃন্দ আমরা অনেকেই রয়েছি যারা ওয়াইফাই রাউটার কে আবিষ্কার করেছে এবং ওয়াইফাই এর পূর্ণরূপ কি এই সম্পর্কে অজানা। তাই এই আর্টিকেলটির মাধ্যমে আমরা এই সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আসুন সেগুলো জেনে নেওয়া যাক।
Wi Fi এর পূর্ণরূপ হল ( wireless Fibelity ) যা আমাদের অনেকেই অজানা। এবং এই ওয়াইফাই আবিষ্কার করেছেন ( John O'Sullivan ) সহ তার প্রকৌশলী টিম বা দল। এর আবিষ্কার হিসেবে হলিউড অভিনেত্রী ( Hedy Lamarr ) কেও ধরা হয়ে থাকে। উল্লেখিত এই ওয়াইফাই আবিষ্কার করা হয় ১৯৯৭ সালে।
হাই রেঞ্জ রাউটার
আমাদের মধ্যে এমন অনেক মানুষই রয়েছে যারা হাই রেন্স রাউটার কিনতে চায়। তবে তারা বুঝে উঠতে পারে না যে কোনগুলো হাইরেন্স রাউটার ভালো হয়ে থাকে। তাই আজকের আর্টিকেলটি তাদের জন্য যারা হাইলেন্স রাউটার খুঁজছেন বা ক্রয় করবেন। এই আর্টিকেলটির মধ্যে আমরা কিছু হাই রেঞ্জ রাউটারের নাম এবং দাম উল্লেখ করেছি সেগুলো হল-
- এন্টেনা (Antenna) ৩ টি।
- বন্দর বা (Ports) 3x 10/100M অটো-নেগোসিয়েশন ল্যান পস্ট।
- WAN পোস্ট 1x 10/100M অটো-নেগোসিয়েশন WAN পোস্ট।
- গতি বা (Speed) 2.4GHz ব্র্যান্ডের উপরে 300 Mbps।
- প্রটোকল (Protocol) IEEE802.11/b/g/n।
- পরিসর (Range) 1400 বর্গফুট।
- নিরাপত্তা (Security) WPA অ্যালগরিদম, ওয়্যারলেস এক্সেস কন্ট্রোল, ম্যাক ঠিকানা ফিল্টারিং।
- অন্যান্য বৈশিষ্ট্য (Other Features) ভিপিএন সাপোর্ট, ভিপিএন পাস মাধ্যম।
- টাকা বা Price (১২০০ টাকা থেকে ১৬০০ টাকা)
Mikrotik hEX RB750Gr3 5-Port Router -- আপনার বাজেট যদি একটু বেশি হয় এবং আপনি যদি একটি ভালো রাউটার কিনতে চান তাহলে এই রাউটারটি নিতে পারেন। এই রাউটারের মধ্যে রয়েছে।
- এন্টেনা (Antenna) অ্যান্টেনা হাইড করা রয়েছে।
- ল্যান সংযোগ (LAN Connectivity) 5 x 10 / 100 / 1000 পোস্ট ইথারনেট।
- অন্যান্য বৈশিষ্ট্য (Other Features) মাত্রা 113 x 89 x 28 মিলিমিটার ভোল্টেজ মনিটর মডবোতাম
- টাকা বা (Price) ৬৯০০ টাকা থেকে ৭৫০০ টাকা পর্যন্ত।
TP-Link Archer C64 AC1200 -- আপনি যদি একটি মিডিয়াম কনফিগারেশন এর মধ্যে রাউটার নিতে চান তাহলে আপনার জন্য টিপি লিংকের এই রাউটারটি অনেক ভালো হবে। এই রাউটারের মধ্যে রয়েছে।
- এন্টেনা (Antenna) ৪ টি বা তারও বেশি।
- ল্যান সংযোগ (LAN Connectivity) বেতার এবং ইথারনেট।
- ওয়াইফাই (Wi Fi) 2.4 GHz, 5 GHz।
- গতি বা (Speed) 9.6 GHz ব্রান্ডের উপরে 1200 Mbps।
- প্রটোকল (Protocol) IPv4, IPv6।
- পরিসর (Range) 2500 বর্গফুট পর্যন্ত।
- নিরাপত্তা (Security) WPA / WPA2, WPA-PSK / WPA2-PSK / WPA3-SAE।
- টাকা (Price) 3200 টাকা থেকে 3500 টাকা।
মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
প্রিয় পাঠকবৃন্দ আমরা আর্টিকেলের প্রথমে বলেছিলাম যে যাদের বাসা-বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ নেই তারা খুব সহজে মোবাইলের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন "ইনশাল্লাহ"। মোবাইল দিয়ে হাই রেঞ্জ রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য অল্প কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অতএব, চলুন তাহলে এবার কম্পিউটার বা ল্যাপটপ ব্যতীত কিভাবে মোবাইল দিয়ে খুব সহজে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। ওয়াইফাই পাসওয়ার্ড ফোনের মাধ্যমে পরিবর্তন করার জন্য যে বিষয়গুলো জানতে হবে সেগুলো নিচে পয়েন্ট আকার দেয়া হলো।
- সর্বপ্রথম মোবাইলের যেকোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। এরপর রাউটার আইপি এড্রেস টাইপ করতে হবে যেমনঃ (193.169.0.1)।
- এরপর রাউটারের ওয়েব ইন্টারনেট ফেসে লগইন করে পাসওয়ার্ড এবং ইউজারনেম দিয়ে দিতে হবে। যেমনঃ ইউজার নেম-(Admin) এবং পাসওয়ার্ড-(Admin124@#)
- অতঃপর রাউটারটির এডমিন প্যানেলে গিয়ে "ওয়্যারলেস" অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে।
- এরপর "ওয়্যারলেস সিকিউরিটি" অপশনটিতে গিয়ে নতুন পাসওয়ার্ড বসিয়ে সেভ করে দিতে হবে।
- উপরোক্ত সকল কিছু সঠিকভাবে দেয়ার পর শেষ ধাপে এসে রাউটার রিস্টার্ট করে দিতে হবে। এবং মোবাইলে ওয়াইফাই অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড বসালেই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে "ইনশাআল্লাহ"।
অতঃপর আসুন তাহলে এবার জেনে নেয়া যাক ওয়াইফাই এর পাসওয়ার্ড শো কিভাবে করবেন এই সম্পর্কে।
ওয়াইফাই পাসওয়ার্ড শো
প্রিয় পাঠকবৃন্দ ইন্টারনেট এখন আমাদের জীবনের সঙ্গে আঙ্কিক ভাবে জড়িয়ে পড়েছে। সকালে সর্ব প্রথম ঘুম থেকে উঠে নিউজ দেখা থেকে শুরু করে এবং রাতে নাটক অথবা সিনেমা দেখা ঘুমানো ইত্যাদি সব কিছুই ইন্টারনেটের সঙ্গে জড়িয়ে গিয়েছে। বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অফিস আদালত সকল কার্যক্রমে কোনো না কোনোভাবে ইন্টারনেট জড়িত রয়েছে। কারণ ইন্টারনেট ছাড়া এ সকল ক্ষেত্রে কার্যক্রম কোন ভাবে করা সম্ভব হয়ে ওঠেনা।
যদি কোন দেশে একদিন বা 24 ঘন্টা নেটওয়ার্ক বন্ধ থাকে সেক্ষেত্রে ওই দেশটির কয়েক মিলিয়ন ডলার লস হওয়ার সম্ভাবনা থেকে থাকে। অতঃপর যেহেতু এখন প্রত্যেকটি বাসা বাড়ি এবং অফিস আদালতে ওয়াইফাই সংযোগ চলে এসেছে তবুও অনেক সময় ওয়াইফাই পাসওয়ার্ড কানেক্ট হওয়ার পরেও অনেক সময় আমরা এটি ভুলে যাই এবং অনেক সময় এটি শো করতে পারা যায় না।
ধরুন আপনি একটি নতুন ওয়াইফাই সংযোগ নেওয়ার পর সেটির পাসওয়ার্ড ভুলে গেছেন এবং আপনি আপনার বন্ধুর বা পরিবারের সঙ্গে ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করতে চাচ্ছেন সেক্ষেত্রে, আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে ওয়াইফাই পাসওয়ার্ড করার জন্য আপনাকে ইজিলি কয়েকটি পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আপনাদের আগে জানিয়ে দেয়া হয়েছে যে মোবাইলের মাধ্যমে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন করা যায়। সুতরাং সর্ব প্রথমে আপনি আপনার যেকোন ব্রাউজারে আপনার নিজস্ব রাউটারের নাম লিখে সার্চ দিবেন। উদাহরণস্বরূপ আমরা ধরলাম টিপি লিংক রাউটারকে। প্রথমে আপনি যে এজেন্ট বা যার কাছ থেকে ওয়াইফাই সংযোগ নিয়েছেন সেখান থেকে এডমিন ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিতে হবে।
অতঃপর ব্রাউজারে গিয়ে লেখতে হবে (netis.cc)। আপনার এডমিনের কাছ থেকে সংগ্রহীত আইডি এবং পাসওয়ার্ড ব্রাউজারে ঢোকার পর সাবমিট করে দিয়ে সেভ করে লগইন করলে আপনার পাসওয়ার্ড হয়ে যাবে "ইনশাল্লাহ"।
টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
প্রিয় পাঠকবৃন্দ আমরা এই আর্টিকেলটির মূল বিষয় রেখেছিলাম যে হাই রেঞ্জ রাউটার এবং মোবাইলদের রাউটার পাসওয়ার্ড পরিবর্তন বিষয়গুলি। যেহেতু বাজারের বিভিন্ন ধরনের রাউটার বর্তমানে পাওয়া গিয়ে থাকে সেই সুবাদে বিভিন্ন রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন এর বিষয়গুলো একটু আলাদা হয়ে থাকে। আমাদের অতি পরিচিত একটি রাউটার হলো টিপি লিংক রাউটার। এই টিপি লিংক রাউটার আমরা বাসা বাড়িতে অফিস আদালতে বহুল ব্যবহার করে থাকে।
অন্যান্য রাউটারের তুলনায় টিপি লিংক রাউটার সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়ার মূল কারণ হলো। অনেক দূর থেকে ওয়াইফাই এর রেঞ্জ অনেক ভালো দিয়ে থাকে। বাজারের অন্য যে কোন রাউটার কিছুদিন না যেতেই অনেক সমস্যা দেখা দিয়ে থাকে। এর জন্য টিপি লিংক রাউটার অনেক ভালো। চলুন তাহলে এবার জেনে নেয় যাক টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন সম্পর্কে।
- সাধারণত টিপি লিংক রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য যে কোন ব্রাউজারে গিয়ে 192.168.0.1 এটি লিখে সার্চ দিতে হবে।
- এরপর রাউটারের ওয়েব ইন্টারনেট ফেসে লগইন করে পাসওয়ার্ড এবং ইউজারনেম দিয়ে দিতে হবে। যেমনঃ ইউজার নেম-(Admin) এবং পাসওয়ার্ড-(Admin124@#)
- অতঃপর রাউটারটির এডমিন প্যানেলে গিয়ে "ওয়্যারলেস" অপশনটিকে সিলেক্ট করে দিতে হবে।
- এরপর "ওয়্যারলেস সিকিউরিটি" অপশনটিতে গিয়ে নতুন পাসওয়ার্ড বসিয়ে সেভ করে দিতে হবে।
- উপরোক্ত সকল কিছু সঠিকভাবে দেয়ার পর শেষ ধাপে এসে রাউটার রিস্টার্ট করে দিতে হবে। এবং মোবাইলে ওয়াইফাই অপশনে গিয়ে নতুন পাসওয়ার্ড বসালেই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে "ইনশাআল্লাহ"।
ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার অ্যাপস
প্রিয় পাঠকবৃন্দ আমরা উপরে মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড পরিবর্তন সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। সেখানে যে কোন ব্রাউজারে গিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার কথা বলা হয়েছে। কিন্তু আপনি চাইলেই যে কোন ঝামেলা ছাড়াই অ্যাপের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন বা পরিবর্তন করতে পারেন। আমরা সব সময় চেষ্টা করি আপনাকে বা আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে সহায়তা করতে।
আসুন তাহলে এবার মোবাইল দিয়ে ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার অ্যাপ গুলো সম্পর্কে জেনে নেয়া যাক।
লেখকের মন্তব্যঃ হাই রেঞ্জ রাউটার মোবাইল দিয়ে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন
প্রিয় পাঠকবৃন্দ আমরা আজকের এই আর্টিকেলটির একদম শেষের পর্যায় চলে এসেছি। আশা করছি আপনারা মোবাইল দিয়ে হাই রেঞ্জ রাউটার এর পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম গুলো খুব সহজে বুঝতে পেরে গেছেন বা বুঝতে পারছেন। আমরা সাধারণত এই আর্টিকেলটিতে কিছু রাউটারের পাসওয়ার্ড পরিবর্তনের বিষয়ে বস্তু উল্লেখ করার চেষ্টা করেছি। আপনি যদি উপরোক্ত নিয়ম গুলো ফলো করেন তাহলে আপনি যে কোন রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে সক্ষম হবে "ইনশাআল্লাহ"
আমরা সব সময় চেষ্টা করি আমাদের এই ওয়েবসাইটে সঠিক তথ্য দিয়ে গুরুত্বপূর্ণ আর্টিকেল পাবলিশ করার জন্য। আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন বা দেখতে পারেন। এর পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আপনার আত্মীয়-স্বজন যারা ওয়াইফাই নতুন সংযোগ নিয়েছে তাদের এ সকল নিয়ম গুলো জানার লক্ষ্যে অবশ্যই আজকের এই বিষয়টি তাদের মাঝে শেয়ার করবেন। তারা যেন এই আর্টিকেলটি পড়ে উপকৃত হতে পারে।
পয়েন্টার ম্যাক্স এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url